ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

আমিরাতে মসজিদে তারাবির নামাজ আদায়ের অনুমতি

মোহাম্মদ ইরফানুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
আমিরাতে মসজিদে তারাবির নামাজ আদায়ের অনুমতি

আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতে এবছর মসজিদে তারাবি নামাজ আদায় করার অনুমতি দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১৬ মার্চ) জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

তবে মসজিদে করোনার বিধিনিষেধ অমান্য করা যাবে না।

এশা ও তারাবি মিলে নামাজের জন্য সর্বাধিক ৩০ মিনিট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। নামাজ শেষ হওয়ার পরপরই মসজিদ বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি মহিলাদের উপস্থিতির উপর নিষেধাজ্ঞা চলমান রাখা হয়েছে।

কর্তৃপক্ষ কিয়াম-উল-লায়ল অর্থাৎ রমজানের শেষ দশ দিনের মধ্যরাতে প্রদত্ত বিশেষ নামাজের বিষয়ে করোনার সংক্রমণের উপর নির্ভর করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে।

এদিকে আমিরাতে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গত বছর মার্চ মাসে মসজিদ প্রথম বন্ধ করা হয়েছিলো। মসজিদ বন্ধ থাকায় তারাবির নামাজ ঘরে আদায় কর‍তে হয়েছিলো। এরপর জুলাইয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পুনরায় চালু হয়, তবে শুক্রবারের জুমার নামাজ শুরু হয় ৪ ডিসেম্বর থেকে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।