কিশোরগঞ্জ: করোনা ভাইরাসের পরিস্থিতিতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে এবার কিশোরগঞ্জ জেলায় প্রায় সাড়ে ৫ হাজার মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৪ মে) সকালে বিভিন্ন সময়ে এসব মসজিদে ঈদুল ফিতরের জামাত আয়োজন করেছে নিজ নিজ মসজিদ কমিটি।
এদিকে জেলা শহরের ঐতিহাসিক পাগলা মসজিদে ঈদুল ফিতরের ১ম জামাত সকাল সাড়ে ৮টায়, ২য় জামাত সকাল সোয়া ৯টায় এবং ৩য় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বলে জানা যায়। এছাড়াও সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে জেলার অন্যতম শহীদী মসজিদে।
ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বড় পরিসরে ও উন্মুক্ত স্থানে ঈদের জামাত হবে না। সে অনুযায়ী জেলা শহরের বিভিন্ন মসজিদে নিরাপদ শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।
এখন সারাদেশে করোনা সংক্রমণের কারণে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঈদগাহ বা খোলা মাঠে এবার ঈদুল ফিতরের জামাতে নিষেধাজ্ঞা দিয়েছে। মন্ত্রণালয় থেকে মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে একাধিক জামাত আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। ফলে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহসহ কিশোরগঞ্জের ১৩ উপজেলার কয়েকশ’ ঈদগাঁয় এবার ঈদুল ফিতরের জামাত হচ্ছে না।
বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, মে ১৩, ২০২১
এএটি