ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

জয়পুরহাটে মাদরাসার একাডেমিক ভবন নির্মাণ কাজ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
জয়পুরহাটে মাদরাসার একাডেমিক ভবন নির্মাণ কাজ উদ্বোধন

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নে প্রতিষ্ঠিত কেন্দুল সিদ্দিকিয়া দাখিল মাদরাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।  

রোববার (২০ মার্চ) বেলা ১২টায় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজ উদ্বোধন করেন।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহ উদ দৌলা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহানুর আলম সাবু, মাদরাসার সুপার আয়েজ উদ্দীন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল বাবু, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলামসহ অনেকে।

জানা যায়, নির্বাচিত মাদরাসাগুলোর উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় দুই কোটি ৯৩ লাখ টাকার এ একাডেমিক ভবন নির্মাণের কাজটি পেয়েছেন সিলেটের মেসার্স এলাহী এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২ 
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।