ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। সে লক্ষ্যে ইতোমধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।
ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. আজমল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায়। এরপর একই স্থানে দ্বিতীয় জামাত সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও আকুয়া মার্কাজ মসজিদে সকাল ৭টা, ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সাড়ে ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল ৯টা, বলাশপুর জামে মসজিদে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ঈদ জামাতকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা করছি না। তবে বরাবরের মতো এবারও মাঠের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তৎপরতা থাকবে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ০২, ২০২২
আরএ