ঢাকা: ২০২২ সালের পবিত্র হজ পালিত হবে আগামী ৮ জুলাই। সৌদি আরব এমনটি ঘোষণা করেছে।
বুধবার (২৯ জুন) সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ পরিপ্রেক্ষিতে সেখানে ৩০ জুন জিলহজ মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ৮ জুলাই শুক্রবার হজের মূল কার্যক্রম ‘ইয়াওমে আরাফা’ অনুষ্ঠিত হবে।
হিজরি জিলহজ মাসের ৯ তারিখ হজের নির্ধারিত দিন। এ দিন বিশ্ব মুসলিম উম্মাহ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মিলনস্থল আরাফাতের ময়দানে উপস্থিত হন।
২৯ জুন সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ৮ জুলাই অর্থাৎ ৯ জিলহজ ১৪৪৩ হিজরি পবিত্র হজ হবে। দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ৯ জুলাই।
এদিকে বাংলাদেশে বৃহস্পতিবার (৩০ জুন) চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে পবিত্র ঈদের তারিখ ঘোষণা করা হবে। ৩০ জুন বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ১০ জুলাই রোববার পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ৩০ জুন চাঁদ দেখা না গেলে ১১ জুলাই পালিত হবে এবারের ঈদুল আজহা।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এইচএমএস/এসআই