ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

নওগাঁয় বৃষ্টির জন্য নামাজ আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
নওগাঁয় বৃষ্টির জন্য নামাজ আদায়

নওগাঁ: তীব্র তাপদাহ এবং বৃষ্টি না হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জীবন। শুধু মানুষ নয় এর প্রভাব পড়ছে ফসল থেকে শুরু করে পশু-পাখিদের ওপরও।

এমন অবস্থায় বৃষ্টির জন্য ইস্তিসক্বার নামাজ আদায় করেছে নওগাঁর বিভিন্ন উপজেলার মানুষ।  

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১০টায় জেলার মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর জিগাতলা স্কুল মাঠে বৃষ্টির আশায় ইস্তিসক্বার নামাজ আদায় করেন আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। নামাজ পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। নামাজ শেষে আল্লাহর দরবারে সব পাপ কাজের জন্য ক্ষমা প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে গতকাল সাপাহার উপজেলায় বৃষ্টির আশায় ইস্তিসক্বার নামাজ আদায় করেন এলাকাবাসী।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ২০২২
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।