ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

রাজশাহীতে বিএনপির সড়ক অবরোধ কর্মসূচি পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৩
রাজশাহীতে বিএনপির সড়ক অবরোধ কর্মসূচি পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রাজশাহীতে অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শনিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপি নগরীর তালাইমারী ও কাশিয়াডাঙ্গায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।



কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, একই দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি রাজশাহী ও রংপুর বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৩
এসএস/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।