ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

রওশনকে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান করায় বগুড়ায় মিষ্টি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
রওশনকে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান করায় বগুড়ায় মিষ্টি বিতরণ

বগুড়া: বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ঘোষণা করায় মিষ্টি বিতরণ করেছেন বগুড়া জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে শহরের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এ সময় তারা জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন- শহর জাপার সাধারণ সম্পাদক ছানা উল্লা ছানা, সদর জাপার সভাপতি এইচ এম ইকবাল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম সুইট, শহর যুব সংহতি নেতা মাকছুদ আলম, শরিফুল ইসলাম বাবু, সদর উপজেলা যুব সংহতি নেতা মনির খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক পার্টি নেতা সুলতান আলী, সোহাগ সরকার, জাপা নেতা আব্দুল মান্নান, আলমগীর হোসেন, চঞ্চল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এমবিএইচ/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।