ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

জাপার সম্মেলনস্থল পরিদর্শন করলেন হাওলাদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মে ১২, ২০১৬
জাপার সম্মেলনস্থল পরিদর্শন করলেন হাওলাদার

ঢাকা: জাতীয় পার্টির অষ্টম জাতীয় সম্মেলন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশে চলছে প্যান্ডেল তৈরির কাজ।

বৃহস্পতিবার (১২) বিকেলে ১৪ মে অনুষ্ঠেয় এ সম্মেলনের স্থান পরিদর্শন করেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকের জানান, সম্মেলনের জন্য প্যান্ডলের কাজ চলছে। ইতোমধ্যে ৭০ শতাংশ কাজ শেষও হয়েছে। শুক্রবার দুপুর ২টার মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা করছি।

জাতীয় পার্টির মহাসচিব জানান, সম্মেলনের আগের দিন শুক্রবার বিকেলে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ সম্মেলনস্থল পরিদর্শন করবেন।

সম্মেলনের দিন আবহাওয়া অনুকূলে থাকলে জাঁকজমকপূর্ণ সম্মেলন হবে বলেও প্রত্যাশা করেছেন জাপা মহাসচিব।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ২২, ২০১৬
টিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।