ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

‘দেশ আগে নিরাপদ ছিল, এখনো আছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
‘দেশ আগে নিরাপদ ছিল, এখনো আছে’ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের মানুষের শান্তির জন্যই আমরা বিরোধী দলের ভূমিকা পালন করছি। দেশ আগে নিরাপদ ছিল, এখনো নিরাপদ আছে।


 
তিনি বলেন, দেশে কোনো আইএস নাই। যারা অতীতে জঙ্গি কার্যক্রম চালিয়েছিল, তারা এখনো জঙ্গি কার্যক্রম চালাচ্ছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ ‍বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ঐক্যের পক্ষে। তবে কাদের সঙ্গে ঐক্য, যারা জ্বালাও-পোড়াও রাজনীতি করে তাদের সঙ্গে কিসের ঐক্য।

এ সময় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান রানা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।