ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

রাজশাহী মহানগর জাপার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
রাজশাহী মহানগর জাপার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রাজশাহী: রাজশাহী মহানগর জাতীয় পার্টির (জাপা) সম্মেলনের সাত মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এইচএম এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

২০১৭ সালের ২২ মে রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম চত্ত্বরে মহানগর জাপার সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে রাজশাহী জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চুকে সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ।

কমিটিতে রয়েছেন- সহ-সভাপতি লুৎফর রহমান, মমতাজ উদ্দিন, মাইনুল ইসলাম, সপুরা সরকার, ফেরদৌসী জোহা, এবি সিদ্দিক পল্টু, ওয়াসিউর রহমান, এনামুল হক, নজরুল ইসলাম, ইসমাইল আজাদ, মাসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, শাহিনুল ইসলাম, জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, শামীম সরকার, সানজিদা রওশন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, একেএম রুহুল আমিন, সরদার জুয়েল, রাজু আহাম্মেদ, কাফি শাহ, অর্থ সম্পাদক ফাহিম হোসেন, প্রচার সম্পাদক আক্তার হোসেন, দফতর সম্পাদক খাইরুল আলম।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।