ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

ব্রাহ্মণবাড়িয়া-গাইবান্ধায় প্রার্থী দিলো জাপাও

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়া-গাইবান্ধায় প্রার্থী দিলো জাপাও

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া-১ এবং গাইবান্ধা-১ আসনের আসন্ন উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। 

লাঙ্গল প্রতীকে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে লড়বেন রেজোওয়ান আহমদ, আর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে লড়বেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

শনিবার (১০ ফেব্রুয়ারি) জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক এবং গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে আসন দু’টি ফাঁকা হয়। আগামী ১৩ মার্চ এ আসন দু’টিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।