শনিবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে রাজধানীর কাকরাইল, মৎস্যভবন, শাহবাগ এলাকা ঘুরে দেখা যায় শুধু মিছিল আর মিছিল।
খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশের চেষ্টা করছে কর্মী-সমর্থকরা।
মঞ্চ থেকে মিছিলকারীদের অর্ভ্যথনা জানানো হচ্ছে। মূল মঞ্চের পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে ছোট আরও একটি মঞ্চ। সেই মঞ্চ থেকে গান পরিবেশন করছেন শিল্পীরা। বাউল শিল্পীদের গানের সঙ্গে তাল মিলাচ্ছেন সমাবেশে আসা কর্মী-সমর্থকরা।
সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল ঘিরে নেতাকর্মীদের ছবি সম্বলিত শত শত ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে। উত্তর দিকে মুখ করে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। শাহবাগ থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত মাইক লাগানো হয়েছে। কাকরাইল মসজিদ মোড় থেকে শাহবাগ পর্যন্ত সড়কদ্বীপে লাগানো হয়েছে নানা রং-বেরং’র পতাকা।
বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এমএইচ/জিপি