শনিবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলত জাতীয় জোটের মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়েছি।
তিনি আরো বলেন, ২৫ বছর বারবার দুটি দল ক্ষমতায় ছিল, জনগণকে কোনো কিছুই দিতে পারে নি। অন্যায় অবিচার করেছে। শুধু বড় বড় বক্তৃতা দেয়।
জাতীয় পার্টির এ শীর্ষ নেতা বলেন, উন্নয়নশীল দেশে উন্নীতের নামে ঢাকায় আনন্দ মিছিল ও আতশবাজি ফুটানো হচ্ছে। কিন্তু গ্রামের অবস্থা ভালো না, আপনারা গ্রামে গিয়ে দেখেন। মানুষের চাকরি নাই। শান্তি নাই। ব্যাংকে টাকা নাই। শেয়ারবাজারে লুটপাট হচ্ছে। কোথাও সুখবর নাই।
দেশে সুষ্ঠু নির্বাচন হয় না উল্লেখ করে তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য থাকবে।
এসময় মঞ্চে সম্মিলিত জাতীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এসকেবি/এসএইচ