ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

এককভাবে নির্বাচন করবো: এরশাদ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এককভাবে নির্বাচন করবো: এরশাদ জাতীয় পার্টির সম্মেলনে বক্তব্য রাখছেন এরশাদ/ছবি: বাংলানিউজ

রংপুর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (১৫ এপ্রিল) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, জনগণের আস্থা হারিয়ে সরকার এখন দিশেহারা।

আমরা কারো সঙ্গে নেই, একাই আছি। সম্প্রতি দেশের বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সুনাম ক্ষুন্ন হয়েছে। বর্তমানের তাদের অবস্থা নাজুক।

এরশাদ বলেন, এখন শেখ হাসিনার কথা ছাড়া গাছের পাতাও নড়ে না। দেশে এখন দুঃশাসন চলছে। ব্যাংক খালি হয়ে গেছে, সব টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে। শেয়ারবাজার ধ্বংস হয়ে গেছে। নারী নির্যাতন সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। মাত্র দু’মাসে ২৮৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সরকার এখন মা-বোনদের ইজ্জত রক্ষা করতে পারছে না। উন্নয়নের নামে করছে লুটপাট। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না।
 
বিএনপি এখন নেতাশূন্য দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজা মাথায় নিয়ে কারাভোগ করছেন। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে।

আওয়ামী লীগ ও বিএনপিকে জনবিছিন্ন উল্লেখ্য করে এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন জনগণের একমাত্র আস্থার দল। জাতীয় পার্টিকে দেশের সব রাজনৈতিক দল সমীহ করে। বিগত দিনে আমাদের ছাড়া কেউ-ই এককভাবে ক্ষমতায় যেতে পারেনি; আগামীতেও পারবে না। ১৯৯১ সালে বিএনপি আর ১৯৯৬ সালে আওয়ামী লীগ আমাদের সহায়তা নিয়েই সরকার গঠন করেছিল। আমাদের অবহেলা করবেন না। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ ভোট দিয়ে জাতীয় পার্টিকেই দেশ পরিচালনার দায়িত্বভার অর্পণ করবে বলে আমার বিশ্বাস।

কোটা ব্যবস্থা নিয়ে তিনি বলেন,  কোটা ব্যবস্থা নিয়ে ছাত্রদের মনে দীর্ঘদিনের ক্ষোভ ছিল, তাদের মনে কষ্ট, দুঃখ ছিল। আন্দোলনের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটেছে। তবে একেবারেই মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা ঠিক হবে না।

জেলা জাতীয় পার্টির সভাপতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপির সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, মেজর (অব.) খালেদ আখতার, শওকত চৌধুরী এমপি, সালাউদ্দিন মুক্তি এমপি, সাহানারা বেগম এমপি, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ফখর-উজ-জামান জাহাঙ্গীর, রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আক্কাস আলী সরকার, রংপুর মহানগর জাতীয় পার্টির সেক্রেটারি এসএম ইয়াসির, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি নুরে আলম যাদু, কাউনিয়া উপজেলা সেক্রেটারি মোশাররফ হোসেন, পীরগাছা উপজেলা সভাপতি আবু নাসের মাহবুবার রহমান, গঙ্গাচড়া উপজেলা সভাপতি সামসুল আলম, বদরগঞ্জ উপজেলা সভাপতি অধ্যক্ষ আসাদুজ্জামান সাবলু চৌধুরী, রংপুর সদর উপজেলা সেক্রেটারি মাসুদার রহমান মিলন প্রমুখ।

পরে মসিউর রহমান রাঙ্গা এমপিকে সভাপতি ও ফখর উজ জামান জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা জাতীয় পার্টি নব গঠিত কমিটি ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।