রোববার (মে ০৬) বিকেলে জাপার চেয়ারম্যানের বনানী অফিসে স্বেচ্ছাসেবকপার্টির প্রতিষ্ঠাবার্ষির্কীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন নিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জাপার নেতাকর্মীদের দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আগামী নির্বাচনে জাপা একটি সম্ভাবনাময় দল। তাই প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। আগামীতে চমক সৃষ্টি করে আরও অনেক দলের শীর্ষ নেতারা জাতীয়পার্টিতে যোগ দেবেন।
জাতীয় স্বেচ্ছাসেবকপার্টির সভাপতি ও যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, এসএম ফয়সল চিশতী, মেজর মো. খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলির সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলির সদস্য নাজমা আখতার, নুরুল ইসলাম মিলন এমপি, সাংগঠনিক সম্পাদক মো. ইসহাক ভূঁইয়া, মো. হেলাল উদ্দিন, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহজাহান মানছুর, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, পারভীন লিজা, ফজলে এলাহী সোহাগ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা ফারুক আহমেদ, আবু সাঈদ স্বপন, গোলাম মোস্তফা, সুমন আশরাফ, দীন ইসলাম, মিজানুর রহমান, মো. মমতাজ উদ্দিন, আখতারুজ্জামান খান, মো. মনিরুল ইসলাম, নাসির উদ্দিন হাওলাদার, ইকবাল হোসেন, শাহজাহান মিয়া, নাসির উদ্দিন সালমান, জাহিদুল ইসলাম জাহিদ, মো. মমতাজ উদ্দিন, নুরুল ইসলাম মিন্টু, ইদি আমিন এ্যাপোলো, কনক আহমেদ, নুরুজ্জামান, সাইফুদ্দিন মাছুদ, মাহবুবুর রহমান কামাল, সোহাগ, গরিবুল্লাহ সেলিম, ওহেদুর রহমান, আলমগীর হোসেন, আল মামুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ০৬, ২০১৮
পিআর/এএটি