ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

ফিলিস্তিনি ও রোহিঙ্গাদের জন্য দোয়াপ্রার্থী এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মে ১৮, ২০১৮
ফিলিস্তিনি ও রোহিঙ্গাদের জন্য দোয়াপ্রার্থী এরশাদ কূটনীতিকদের সম্মানে এরশাদের ইফতার/ছবি: জি এম মুজিবুর

ঢাকা: ফিলিস্তিনিদের ওপর চলমান অত্যাচার বন্ধ হয়ে একদিন দেশটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। এছাড়া বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের কষ্টের দিনও খুব দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত  করে তাদের জন্য দোয়া প্রার্থনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার (১৮ মে) রাজধানীর পাঁচ তারকা হোটেলে জাতীয় পার্টি আয়োজিত ১ম রমজানের ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজক হিসেবে উপস্থিত থেকে দোয়া প্রার্থনা করেন তিনি।  

এ সময় তিনি বলেন, এই দুই দেশের অসহায় নাগরিকদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই।

আল্লাহ তাদের মঙ্গল করুক।

ইফতারে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুসহ বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, জাপান, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আরব-আমিরাত, মরক্কো, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের কূটনৈতিকরা এবং জাতীয় পার্টির নেতারা অংশগ্রহণ করেন।

এ সময় হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেয়ার ব্যাপারে কূটনৈতিকদের জোরালো পদক্ষেপের আহ্বান জানান।  
      
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এমএএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।