শনিবার (২৬ মে) বিকেলে নয়াপল্টনে এক রেস্টুরেন্টে জাতীয় ইসলামী মহাজোট আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এরশাদ বলেন, সফরে ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে কী কথা হয়েছে তা আমরা জানতে চাই।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, রমজান মাসে বাজার ব্যবস্থাপনায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।
মাদক বিরোধী অভিযানে বিনাবিচারে মানুষ হত্যার সমালোচনা করে তিনি বলেন, এ দেশের কোনো নাগরিকের বিনাবিচারে মৃত্যু মেনে নেয়া যায় না। প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করুন এবং অপরাধ প্রমাণ হলে মৃত্যুদণ্ড কার্যকর করুন। বিচার পাওয়ার অধিকার এদেশের প্রতিটি মানুষেরই আছে।
রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে এরশাদ বলেন, তারা কখনোই মিয়ানমারে ফিরে যেতে পারবে না। তারা এদেশেই থেকে যাবে, তাই রোহিঙ্গাদের লেখাপড়াসহ সব ধরনের মানবিক সুবিধা নিশ্চিত করতে হবে।
আলোচনায় অংশ নেন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, ইসলামী মহাজোটের মহাসচিব আবুল হাসনাত প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এনটি