ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

জুলুম-নির্যাতনে ঈদের আনন্দ অধরা: এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
জুলুম-নির্যাতনে ঈদের আনন্দ অধরা: এরশাদ ঈদ শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: দেশে বিনাবিচারে হত্যা আর বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের উপর জুলুম-নির্যাতনে ঈদের আনন্দ অধরা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এরশাদ এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, রমজানেও দেশে বিনাবিচারে মানুষ হত্যা করা হয়েছে।

অথচ প্রতিটি মানুষেরই বিচার পাওয়ার অধিকার রয়েছে।

বিনা বিচারে মানুষ হত্যা বন্ধে সরকারের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি। এছাড়া রোহিঙ্গাদের উপর পৈশাচিক নির্যাতন এবং ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে আহ্বান জানান।

এসময় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, রোহিঙ্গাদের উপর মিয়ানমারের এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলের গণহত্যা সভ্য সমাজে মেনে নেওয়া যায়না।

পার্টির কো-চেয়ারম্যান গেলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম এমপি, তাজুল ইসলাম চৌধুরী এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, আতিকুল ইসলাম আতিক, মীর আবদুস সবুর আসুদ, আজম খান, মেজর অব. খালেদ আকতার, শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন।

এছাড়া চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু আনোয়ার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ফখরুজ্জামান জাহাঙ্গীর, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক ইসাহক ভুইয়া প্রমুখ অংশ নেন।

এর আগে সকাল ৮টায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের নামাজ আদায় করেন। এসময় সাদ এরশাদ ও এরিখ এরশাদসহ পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এসআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।