ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন এরশাদ এরশাদকে বিদায় জানাতে হজরত শাহজালাল বিমানবন্দরে নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপের জন্য পাঁচদিনের সফরে সিঙ্গাপুর গেছেন।

সোমবার (৯ জুলাই) সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি- ০০৮৪) একটি ফ্লাইটে হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

মেডিকেল চেকআপ শেষে এরশাদের আগামী ১৪ জুলাই সন্ধ্যা ৬টায় দেশে ফিরে আসার কথা রয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন, জাতীয়পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলদার এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং মেজর মো. খালেদ আখতার (অব.)।

এরশাদকে বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয়পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম এমপি, সৈয়দ আব্দুল মান্নান, চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা, মশিউর রহমান রাঙ্গা এমপি, রতনা আমিন হাওলাদার এমপি, ব্যারিস্টার দিলারা খন্দকার, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জিন্নাহ এমপি, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, ফখরুজ্জামান জাহাঙ্গীর, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, ডা. রুস্তম আলী ফরাজী এমপি, যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী, নুরুল ইসলাম ওমর এমপি, ইয়াহ্ ইয়াহ্ চৌধুরী এমপি, সালাউদ্দিন আহমেদ মুক্তি এমপি, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম শাহজাদা, মুনিম চৌধুরী বাবু এমপি, আমির হোসেন ভূঁইয়া এমপি, যুব বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমী, প্রাদেশিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম তালুকদার এমপি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ এমপি, মো. মিল্টন মোল্লা, কেন্দ্রীয় নেতা মো. আলতাফ আলী এমপি ও পীর ফজলুর রহমান এমপি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।