ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

এরশাদের অনুমতি ছাড়া নেতাদের টকশো নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৮
এরশাদের অনুমতি ছাড়া নেতাদের টকশো নয় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ/ফাইল ছবি

ঢাকা: টেলিভিশন টকশোতে অংশ নিতে জাতীয় পার্টির নেতাদেরকে আগে অবশ্যই পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অনুমতি নিতে হবে। এছাড়া টেলিভিশন, দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টালসহ সব গণমাধ্যমে সাক্ষাতকার দিতেও পার্টি চেয়ারম্যানের অনুমতি নিতে বলা হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) বিকেলে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ নির্দেশ দিয়েছেন। এ আদেশ এরইমধ্যে কার্যকর হয়েছে।

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
এসআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।