ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

জাপাই থাকবে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু: সোহেল রানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
জাপাই থাকবে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু: সোহেল রানা গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপা প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা (মাসুদ পারভেজ)

টাঙ্গাইল: জাতীয় পাটির (জাপা) প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা (মাসুদ পারভেজ) বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিই থাকবে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু।

শনিবার (৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী হাট মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সোহেল রানা বলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনে পার্টির চেয়ারম্যানের মনোনীত পার্থী পীরজাদা শফিউল্লাহ আল মুনিরের জনপ্রিয়তায় আমরা মুগ্ধ।

সমাবেশে যে জনতার ঢল নেমেছে তাতে আগামী সংসদ নির্বাচনে শফিউল্লাহ আল মুনির লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় তার বক্তব্যে বলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনিরকেই মনোনয়ন দিয়েছেন। তার পক্ষে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাপা চেয়ারম্যানের তথ্য-প্রযুক্তি এবং রাজনৈতিক উপদেষ্টা পীরজাদা শফিউল্লাহ আল মুনির শফিউল্লাহ আল মুনির, যুব বিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, জেলা শাখার সদস্য সচিব আব্দুস সালাম চাকলাদার, সুজাত আলী প্রমুখ।

আয়োজিত অনুষ্ঠানে শফিউল্লাহ আল মুনির টাঙ্গাইল সদর উপজেলার ১৯২টি ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে নগদ অনুদান দেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।