ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

৩০০ আসনেই নির্বাচন করতে সক্ষম জাতীয় পার্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
৩০০ আসনেই নির্বাচন করতে সক্ষম জাতীয় পার্টি বক্তব্য রাখছেন সোহেল রানা। ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চলচ্চিত্রের নায়ক সোহেল রানা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে জাপার ৩০০ আসনেই নির্বাচন করতে সক্ষম।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে রানীশৈংকল ডিগ্রি কলেজ মাঠে জাপার জনসভায় তিনি এ কথা বলেন।

সোহেল রানা বলেন, লাঙ্গল দিয়ে যে জমি চাষ করে ফসল করা হয়, নৌকা, বাস-ট্রাক দিয়ে তা ঘরে তোলা হবে না।

সমান ভাগ দিতে হবে।  জাপা কারও কাছে মাথা নত করবে না।  

জনসভায় ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জাপার কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রংপুর সিটি করপোরেশনের মেয়র ও রংপুর জাপার সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, ঠাকুরগাঁও জেলার জাপার সাধারণ সম্পাদক রাজিউর রাজি চৌধুরী স্বপনসহ ঠাকুরগাঁও রানীশৈংকল ও পীরগঞ্জ নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।