ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

জাপার চূড়ান্ত তালিকা জানা যাবে ৯ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
জাপার চূড়ান্ত তালিকা জানা যাবে ৯ ডিসেম্বর

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় মহাজোটের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ কর‍া হবে।

বুধবার (২৮ নভেম্বর) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ব্রিফিং করে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, মহাজোটের কথা বিবেচনা করে অনেক আসনে ছাড় দিতে হচ্ছে।

তাই অনেকেই মনোনয়ন না পেয়ে, ক্ষোভে অসত্য এবং বানোয়াট অভিযোগ তুলছেন। মনোনয়ন না পেয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। পার্টির শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চালাচ্ছে।

রুহুল আমিন হাওলাদার বলেন, মহাজোটের বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে অনেক দূর এগিয়েছে। মহাজোটে কোনো বিভ্রান্তি নেই। জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নেবে।

তিনি আরও বলেন, ৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের সময় মহাজোটের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ কর‍া হবে। এসময় জানা যাবে মহাজোটের কোনো দল কতটি আসন পেয়েছে। তার আগে আসন নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।

**১১০ প্রার্থীকে মনোনয়নের চিঠি দিলো জাপা

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।