ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

মহাজোটের বাইরে আরো প্রার্থী দিলো জাপা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
মহাজোটের বাইরে আরো প্রার্থী দিলো জাপা  ছবি: বাংলানিউজ গ্রাফিকস

ঢাকা: মহাজোটের বাইরে দেড়শ আসনে উন্মুক্ত প্রার্থী ছাড়াও আরও ১৭টি প্রার্থীর নাম ঘোষণা করেছে শরিক দল জাতীয় পার্টি (জাপা)। 

পার্টির সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।  

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির উন্মুক্ত তালিকা বর্ধিত’ শীর্ষক ওই চিঠিতে তালিকায় রয়েছে- চট্টগ্রাম-১৬ মাহমুদুল ইসলাম চৌধুরী, মানিকগঞ্জ-২ এসএম মান্নান, ঢাকা-১৬ আমানত হোসেন, নারায়ণগঞ্জ-৪ মো. সালাউদ্দিন খোকা, চাঁদপুর-৫ খোরশেদ আলম খুশু, টাঙ্গাইল-৮ রেজাউল করিম, কক্সবাজার-২ মোহাম্মদ মোহিবুল্লাহ, নাটোর-৪ মো. আলাউদ্দিন মৃধা, যশোর-২ মো. ফিরোজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া-৬ জেসমীন নূর বেবি, কিশোরগঞ্জ-১ মোস্তাইন বিল্লাহ, সিরাজগঞ্জ-৫ মোক্তার হোসেন, গোপালগঞ্জ-২ কাজী শাহীন, ঢাকা-৮ মাহমুদুর রহমান মুন্নী, গাজীপুর-২ মো. মাহবুব আলম, ঝিনাইদহ-৩ ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন এবং কক্সবাজার-৩ মফিজুর রহমানের নাম।

 

এর আগে রোববার (০৯ ডিসেম্বর) মহাজোট থেকে জাপাকে ২৯টি আসন দেওয়া হয়েছে। এর বাইরে ১৫০টির মতো আসনে এককভাবে উন্মুক্ত প্রার্থী দিয়েছে এরশাদের দলটি। প্রতীক বরাদ্দের দিন আরও ১৭জনের নাম প্রকাশ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।