ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

হরিরামপুরে জাপা প্রার্থী মান্নানের নির্বাচনী প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
হরিরামপুরে জাপা প্রার্থী মান্নানের নির্বাচনী প্রচারণা পথসভায় বক্তব্য রাখছেন এস এম আব্দুল মান্নান, ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিজ নির্বাচনী এলাকার হরিরামপুরে প্রচারণা চালিয়েছেন মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসনে লাঙল প্রতীকের প্রার্থী এস এম আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঝিটকা ও ভাদিয়াখোলা এলাকায় পথসভা শেষে মাচাইন মাজার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন।

আলোচনা সভায় তিনি বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে মহাজোট থেকে অংশ নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে জয়লাভ করেছি।

আমার নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়ন করছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আমাকে বিজয়ী করুন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ব্যাপক ভোটে জয়লাভ করবেন বলেও আশাবাদ প্রকাশ করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও তাকে নির্বাচিত করতে সবাইকে আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণায় সিংগাইর ও হরিরামপুর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।