ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

উন্নয়নের স্বার্থে এরশাদকে ভোট দেওয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
উন্নয়নের স্বার্থে এরশাদকে ভোট দেওয়ার আহ্বান এরশাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: উন্নয়নের স্বার্থে ঢাকা-১৭ আসনের জনগণকে আবারও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের লাঙলে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সাল চিশতী।

শুক্রবার (২১ ডিসেম্বর) ঢাকা-১৭ আসনের ধামালকোট, ভাসানটেক ও ইসিবি চত্বর এলাকায় জাপা চেয়ারম্যানের পক্ষে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন এসএম ফয়সল চিশতী।

লাঙলে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা-১৭ আসনে হুসেইন মুহম্মদ এরশাদের বিকল্প কোনো প্রার্থী নেই।

তাই সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিতে এ এলাকার মানুষ অবশ্যই হুসেইন মুহম্মদ এরশাদকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এসময় নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।