ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

এরশাদের বনানী অফিস থেকে ৪৩ লাখ টাকা চুরি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এরশাদের বনানী অফিস থেকে ৪৩ লাখ টাকা চুরি ভাঙা লকারের ছবি

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে কার্যালয়ের ভেতরে লকার ভাঙা প্রসঙ্গে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বাংলানিউজকে বলেন, এ সংক্রান্ত লিখিত কোনো অভিযোগ আমরা এখনো পাইনি, এ সংক্রান্ত কোনো মামলাও দায়ের করা হয়নি।

তবে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ভবনের সামনের গেটের তালা ঠিক থাকলেও ভেতরের তালা ভাঙা। ভবনের নিরাপত্তায় দুই জন গার্ড থাকেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
পিএম/এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।