ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

মঙ্গলবার থেকে এরশাদের স্মরণে শোকবই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
মঙ্গলবার থেকে এরশাদের স্মরণে শোকবই হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণে মঙ্গলবার (১৬ জুলাই) থেকে একটি শোকবই খোলা হবে।

রোববার (১৪ জুলাই) জাপার চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলের চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় ও কাকরাইলস্থ জাপার কেন্দ্রীয় কার্যালয়ে পল্লীবন্ধু এরশাদের স্মরণে ১৬ জুলাই (মঙ্গলবার) থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শোকবইটি খোলা থাকবে।

এর আগে রোববার সকাল ৭টা ৪৫মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৯০ বছর।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।