ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

এরশাদের আসনে জাপা প্রার্থীদের সাক্ষাৎকার শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
এরশাদের আসনে জাপা প্রার্থীদের সাক্ষাৎকার শুক্রবার

ঢাকা: জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচনী আসন রংপুর-৩ এ দলের মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার আগামী শুক্রবার (০৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

ওইদিন বিকেল ৪টায় চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

রোববার (০১ সেপ্টেম্বর) জাপা সূত্রে এ তথ্য জানা গেছে।

রংপুর-৩ শূন্য হওয়া আসনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

এদিকে এরশাদের শূন্য ঘোষিত রংপুর-৩ (সদর) আসনে আগামী ৫ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেক্ট্রনিক্স  ভোটিং মেশিনে (ইভিএম) এদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।  

রোববার (০১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।