ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

এরশাদের আসনে প্রার্থী দিতে রওশনের ১৩ সদস্যের বোর্ড গঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
এরশাদের আসনে প্রার্থী দিতে রওশনের ১৩ সদস্যের বোর্ড গঠন জাতীয় পার্টির প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ শূন্য আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য এবার ১৩ সদস্য বিশিষ্ট একটি পার্লামেন্টারি বোর্ড গঠন করেছেন দলটির কো-চেয়ারম্যান (নবঘোষিত চেয়ারম্যান) রওশন এরশাদ।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে রওশন এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রওশন এরশাদ চেয়ারম্যান ও পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করে এই পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে।

পার্লামেন্টারি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন, জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ, দেলোয়ার হোসেন খান, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, সুনীল শুভ রায়, আতিকুর রহমান আতিক ও মুজিবুর রহমান সেন্টু।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসএমএকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।