ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

জিএম কাদেরের সঙ্গে জাপার একাংশের যৌথসভা বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
জিএম কাদেরের সঙ্গে জাপার একাংশের যৌথসভা বিকেলে

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে শুক্রবার (৬ সেপ্টেম্বর) এক যৌথসভায় বসবেন দলের একাংশের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যরা।

শুক্রবার বিকেল ৫টায় জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। জিএম কাদের সভায় সভাপতিত্ব করবেন।

এর আগে বিকেল ৪টায় একই জায়গায় রংপুর-০৩ আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে জাপার সংসদীয় বোর্ড।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯ 
এসএমএকে/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।