ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর, সম্পাদক লিয়াকত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর, সম্পাদক লিয়াকত 

ঢাকা: জাতীয় কৃষক পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে সাহিদুর রহমান টেপা ও সাধারণ সম্পাদক হিসেবে এবিএম লিয়াকত হোসেন চাকলাদার নির্বাচিত হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটোরিয়াম মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন এ কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

কমিটি ঘোষণা করে জাপা সভাপতি বলেন, এই কমিটি আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

একই সঙ্গে জেলা-উপজেলা পর্যায়ে যেখানে কমিটি নেই, সেটিও তারা করবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসএমএকে/এইচজে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।