ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

স্বচ্ছ-জবাবদিহিতামূলক রাজনীতি করবো আমরা: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
স্বচ্ছ-জবাবদিহিতামূলক রাজনীতি করবো আমরা: জিএম কাদের বক্তব্য রাখছেন জাপার চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

ঢাকা: ‘নতুন বাংলাদেশ গড়তে আমাদের নতুন ধারার রাজনীতি করতে হবে। গতানুগতির ধারার রাজনীতির বাইরে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাজনীতি করবো আমরা’

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টির (জাপা)  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এ কথা বলেন।

জিএম কাদের বলেন, বর্তমান বাস্তবতায় রাজনীতি একটি ব্যবসায় পরিণত হয়েছে, আমরা এই ধারার বাইরে রাজনীতি করবো।

যারা টাকা লগ্নি করে, ব্যবসায়ী মনোবৃত্তি থেকে আবার সেই টাকা উত্তোলনের জন্য রাজনীতি করতে চায়, জাপাতে তাদের স্থান হবে না।

তিনি আরও বলেন, জাপা হবে জনগণের দল, জাপা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। পার্টির প্রতিটি নেতাকর্মী জাপার মালিক। ২৮ ডিসেম্বরের জাতীয় সম্মেলনকে সফল করতে সবার প্রতি আহ্বানও জানান জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এ সময় জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা  বলেন, জাপা গণতান্ত্রিক পন্থায় চলছে, চলবে। আগামী দিনে জাপার উজ্জল সম্ভাবনা দেখে অনেকেই দলে ফিরে আসছে। অল্প কিছুদিনের মধ্যে আরও অনেক বিখ্যাত নেতারা জাতীয় পার্টিতে দলে দলে যোগ দেবেন। জাতীয় পার্টিতে যারা ত্যাগী, যারা পার্টির জন্য নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে ২৮ ডিসেম্বরের জাতীয় সম্মেলনে।

সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধু, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, শেখ আলমগীর হোসেন, আশরাফ সিদ্দিকী, সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ-ই আজম, নির্মল দাস, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট জুলফিকার হোসেন, অ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাড. লাকী বেগম, ডা. সেলিমা খান, এনাম জয়নাল আবেদিন, মঞ্জুরুল হক মঞ্জু, হুমায়ুন খান, কেন্দ্রীয় নেতা নুরুচ্ছফা সরকার, মোস্তাফিজুর রহমান ডালিম, মো. ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান, শংকর পালন, মো. জয়নাল আবেদিন, অ্যাড. লিয়াকত আলী খান, জহিরুল ইসলাম মিন্টু, অধ্যাপক মো. আলাউদ্দিন মৃধা, ওসমান আলী চেয়ারম্যান, শফিকুল ইসলাম দুলাল, নজিবুল্লাহ নজিব, আরফান আলী, মাহফুজুর রহমান বাবুল, আলহাজ জাহাঙ্গীর আলম, সেলিম রেজা, অ্যাড. এনামুল হক ও ফারুক শেঠ।

আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য (এমিপ) সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাড রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, হেনা খান পন্নি, আহসান আদেলুর রহমান আদেল এমপি, নিগার সুলতানা রানি, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর, ইয়াহ হিয়া চৌধুরী, মনিরুল ইসলাম মিলন, রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি, অ্যাড. শাহিদা রহমান রিংকু, সম্পাদকমণ্ডলীর সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, আমির হোসেন ভূঁইয়া, শাহজাহান মনছুর, বখতিয়ার উতিদ্দন খান ইকবাল, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. ইসহাক ভূঁইয়া, সুলতান মাহমুদ, জাহাঙ্গীর আলম পাঠান, এম এম রাজ্জাক খান, আনিস উর রহমান খোকন, নুরুল ইসলাম তালুকদার এমপি, কাজী আবুল খায়ের, ইফতেকার আহসান হাসান, মিজানুর রহমান রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।