ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

সিটি নির্বাচন

উত্তরে জাপার প্রার্থী কামরুল, দক্ষিণে মিলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
উত্তরে জাপার প্রার্থী কামরুল, দক্ষিণে মিলন কামরুল ইসলাম ও সাইফুদ্দিন আহমেদ মিলন

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে (উত্তর ও দক্ষিণ) প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব) কামরুল ইসলাম ও দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জাপার হয়ে লড়বেন।

রোববার (২৯ ডিসেম্বর) চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সভা জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, ঢাকা উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল (অব) কামরুল ইসলাম এবং দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।