ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

দুই সিটিতে সুষ্ঠু নির্বাচন চায় জাতীয় পার্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
দুই সিটিতে সুষ্ঠু নির্বাচন চায় জাতীয় পার্টি

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হাসিবুল ইসলাম জয়।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ১৯ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির কাউন্সিলর প্রার্থী সৈয়দ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পক্ষে কড়াইল বস্তিতে গণসংযোগের সময় এ দাবি জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনের দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, শফিকুল ইসলাম শফিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এসএমএকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।