ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

অগ্নি দুর্গতদের ক্ষতিপূরণ দিতে সরকারকে আহবান জাপার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
অগ্নি দুর্গতদের ক্ষতিপূরণ দিতে সরকারকে আহবান জাপার

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং যৌক্তিক ক্ষতিপূরণ দিতেও সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

বুধবার (১১ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, হতদরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে দুর্গত মানুষের সেবায়।

জাতীয় পার্টি চেয়ারম্যান স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ এবং অগ্নিদুর্গত মানুষের পাশে সেবার মনোভাব নিয়ে এগিয়ে যেতে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসএমএকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।