ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

হতদরিদ্রদের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ১৬, ২০২০
হতদরিদ্রদের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান: জিএম কাদের জিএম কাদের

ঢাকা: মহা দুর্যোগে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তাই চলমান পরিস্থিতিতে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

শনিবার (১৬ মে) সকালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্বরে খেটেখাওয়া কয়েকশো মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এ সময় নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ নিতে আসা মানুষেরা ত্রাণসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জাপা ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মে ১৬, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।