ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চারজনকে নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ৯, ২০২০
জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চারজনকে নিয়োগ জাতীয় পার্টি

ঢাকা: জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির শূন্য পদে চারজনকে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (৯ জুন) এক সাংগঠনিক নির্দেশে জাতীয় পার্টি চেয়ারম্যান এ চারজনকে নিয়োগ দেন। এর মধ্যে একজন প্রেসিডিয়াম সদস্য, একজন কোষাধ্যক্ষ, একজন যুগ্ম কোষাধ্যক্ষ এবং একজন নির্বাহী সদস্য।

প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ক্বারী মো. হাবিবুল্লাহ বেলালী (ময়মনসিংহ), কোষাধ্যক্ষ আহসান আদেলুর রহমান এমপি (নীলফামারী), যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. আবু তৈয়ব এবং নির্বাহী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম সর্দার (ঢাকা উত্তর)। এ আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ০৯, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।