ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

জাপার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ১০, ২০২০
জাপার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

ঢাকা: একাদশ সংসদের অষ্টম অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের বাজেট বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপস্থাপন করা হবে। এরপরই জাতীয় পার্টির পক্ষ থেকে বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বুধবার (১০ জুন) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১১ জুন বিকেলে অধিবেশন শেষ হলেই জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে গণমাধ্যম কর্মীদের সামনে বাজেট নিয়ে কথা বলবেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সংবাদ সম্মেলনে বাজেটের ওপর দলের মতামত তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ১০, ২০২০
এসএমএকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।