ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেযারম্যান জিএম কাদেরের নির্দেশক্রমে ১ জানুয়ারি ২০২১ দলটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।

কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে পার্টির কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালাম ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফকরুল ইমাম এমপি, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কমিটির সদস্যরা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলহাজ শফিকুল ইসলাম সেন্টু, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান মোস্তফা, সৈয়দ দিদার বখ্ত, নাজমা আক্তার এমপি, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মো. সোহেল এমপি, একেএম সেলিম ওসমান এমপি, নাসির উদ্দিন মাহমুদ, জহিরুল ইসলাম জহির, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, চেয়ার‌্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য-অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি,  মাহমুদুর রহমান মাহমুদ, মনিরুল ইসলাম মিলন, সরদার শাহজাহান, জহিরুল আলম রুবেল, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান-মোস্তাকুর রহমান মোস্তাক, আহসান আদেলুর রহমান এমপি, মোস্তফা আল মাহমুদ, মিসেস সালমা হোসেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব-গোলাম মোহাম্মদ রাজু, রাহগির আল মাহি সাদ এরশাদ, ফকরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূঁইয়া, ইকবাল হোসেন তাপস, মো. বেলাল হোসেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাইফুল ইসলাম, সৈয়দ ইফতেকার আহসান হাসান, আবু জায়েদ আল মাহমুদ (মাখন সরকার), সম্পাদকমণ্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুম, সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক ও কেন্দ্রীয় সদস্য আলাউদ্দীন আহমেদ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।