ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

এক প্যাকেট বাদাম দুই ইউরো

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এক প্যাকেট বাদাম দুই ইউরো  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে: কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় জৌলুস হলো লালগালিচা। এই দিকটার প্রতি এবারও সাধারণ দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে বেশি।

গত আসরে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর কানে প্রথমবার এসে একই চিত্র দেখেছি। এর কারণ স্বাভাবিকভাবেই বিখ্যাত সব তারকার পদচারণা।

আরও বড় কারণ হলো, তারকাদের সঙ্গে সেলফি তোলা ও তাদের অটোগ্রাফ নেওয়া যায় এই লালগালিচার সুবাদেই।

উদ্বোধনী দিনের মতো উৎসবের দ্বিতীয় দিনও গাড়ি থেকে নেমে লালগালিচায় পা বাড়ানোর আগে প্যালে ডি ফেস্টিভ্যাল ভবনের পাশে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সোজাসুজি সড়কে দাঁড়িয়ে থাকা শত শত ভক্ত ও দর্শকদের কাছাকাছি গিয়েছিলেন স্বপ্নের তারকারা।

তবে এজন্য অনেক কাঠখড় পোড়াতে হয়! দুপুর থেকে বিকেল অবধি দাঁড়িয়ে থাকতে হয় দু’পায়ে! নড়লেই জায়গা দখল হয়ে যায়।
 
অপেক্ষমান দর্শকদের সময় কাটে নানাভাবে। কেউ বিনামূল্যে বিলি হওয়া উৎসব সংশ্লিষ্ট ম্যাগাজিন পড়েন, অনেকেই সড়কে বসে সময় কাটান।

যেহেতু স্বেচ্ছায় নড়াচড়া বন্ধ রাখেন তারা, তাই তাদের সামনে হাজির হন ফেরিওয়ালারা। গত ১১ মে উদ্বোধনী দিনে দেখলাম বাদাম বিক্রি হচ্ছে। জানতে চাইলাম কতো?

ফেরিওয়ালার উত্তর, ‘দুই ইউরো!’ শুনে মুখ থেকে আচমকা বেরিয়ে এলো, বলে কী?
ছোট্ট একটা প্লাস্টিকে ভরে খোসা ছাড়ানো হাতেগোনা কয়েকটা বাদাম, দাম কি-না ১৮২ টাকা! দুই ইউরোকে বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করলে এতো টাকাই হয়।

ঢাকায় ট্রাফিক জ্যামে পড়লে একই পরিমাণ বাদাম কেনা যায় পাঁচ টাকায়। এই তুলনা মনে আসতেই ফেরিওয়ালাকে হতাশ করে ‘মেসি’ (ধন্যবাদ) বলে কেটে পড়লাম।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ১৩, ২০১৬
জেএইচ/

**মন কেড়ে নেওয়া গল্পগুলো

**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ