ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া ছবি - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে: অন্য যে কোনোবারের চেয়ে এবারে একটু বেশিই কান চলচ্চিত্র উৎসব রাঙালেন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ফরাসি ভূমধ্যসাগরীয় অঞ্চল আলোকতি হয়ে উঠেছে তার আলোয়।

তাকে দেখেই মুখ থেকে বেরিয়ে এসেছে- ওয়াও অ্যাশ ওয়াও!

শুক্রবার (১৩ মে) এবারের আসরের তৃতীয় দিনে লালগালিচায় অ্যাশের উপস্থিতি ছিল চোখধাঁধানো। এর পরদিন হোটেল মার্টিনেজে সংবাদমাধ্যমের সামনে আসার জন্য ৪২ বছর বয়সী এই অভিনেত্রী বেছে নিলেন লাল গাউন।

শনিবার (১৪ মে) অ্যাশ পরেছিলেন নাঈম খানের নকশা করা পোশাক। হাতে রাখেন লাল গোলাপ। লালে লালে তিনি যেন হয়ে ওঠেন রাঙাপরী! অলঙ্কারের সঙ্গে ঢেউ খেলানো চুলে তাকে দেখতে লাগছিলো অনবদ্য। ঠোঁট রাঙিয়েছেন লরিয়াল প্যারিসের লিপস্টিকে।

এ নিয়ে ১৫ বার কান উৎসবে লরিয়াল প্যারিসের প্রতিনিধিত্ব করলেন ঐশ্বরিয়া। এ উপলক্ষে কেক কেটেছে বিখ্যাত সৌন্দর্য প্রসাধনীর প্রতিষ্ঠানটি। এরপর তাদের পক্ষ থেকে লাল গোলাপের তোড়া পেয়েছেন তিনি।

ঐশ্বরিয়ার নতুন ছবি 'সর্বজিৎ' শনিবার দেখানো হয় কানে। এ উপলক্ষে পরদিন রোববার (১৫ মে) সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। ছবিটিতে তার সহশিল্পী বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা আর পরিচালক ওমাঙ কুমারও কানে পৌঁছেছেন।

'সর্বজিৎ'-এর প্রচারমূলক ব্যস্ততার কারণে উৎসব উপলক্ষে আয়োজিত এইডস গবেষণার জাঁকালো অনুষ্ঠান আমফার গালায় অংশ নিতে পারবেন না ঐশ্বরিয়া। ছবিটি মুক্তি পাবে আগামী ২০ মে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, মে ১৪, ২০১৬
জেএইচ/আইএ

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ