ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

সোনমের পোশাক নিয়ে হাসাহাসি

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ১৬, ২০১৬
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি

কান (ফ্রান্স) থেকে: ষষ্ঠবারের মতো কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

রোববার (১৫ মে) তিনি পরে এসেছিলেন রালফ অ্যান্ড রুশোর হাতাকাটা সাদা গাউন।

কিন্তু তার এই পোশাক কারও ভালো লেগেছে, আবার অনেকে হাসাহাসিও করেছেন। পোশাকটিকে রুটি, তাঁবু কিংবা রাজহাঁসের পেটের পালকের মতো লাগছে বলে হাসাহাসি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও সোনমকে ঝকঝকে আর মোহনীয় লাগছিলো এ পোশাকে। এদিন তিনি অংশ নেন 'ফ্রম দ্য ল্যান্ড অব দ্য মুন' ছবির প্রদর্শনীতে।

এর আগেও একবার রালফ অ্যান্ড রুশোর নকশা করা পোশাক পরে কানের লালগালিচায় পা মাড়িয়েছেন সোনম। ৩০ বছর বয়সী এই তারকা বিখ্যাত সৌন্দর্য প্রসাধনী লরিয়াল প্যারিসের দূতিয়ালি করতেই কানে এসেছেন। আগামী ১৯ মে কানে আমফার গালায় অংশ নেবেন তিনি। লালগালিচায় আসার আগে রোববার দুপুরে লরিয়াল প্যারিসের আয়োজনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় অংশ নিতে উর্বশী কৌরের নকশা করা পোশাক বেছে নেন সোনম। এরপর তিনি পরেছেন নীল রঙা শাড়ি।

গত ১৪ মে নিস বিমানবন্দরে এসে পৌঁছান সোনম। এ সময় তার গায়ে দেখা গেছে অনামিকা খান্নার ডিজাইন করা পোশাক। সোমবারও (১৬ মে) লালগালিচায় হাঁটবেন তিনি। কানে তার সঙ্গী বোন রিয়া কাপুর। তিনিই 'নির্জা' তারকার স্টাইলিস্ট হিসেবে কাজ করছেন। গত বছরও লালগালিচায় সোনমের শেষবারের উপস্থিতি নিয়ে কম চর্চা হয়নি। এসবের বেশিরভাগই ছিলো সমালোচনায় মুখর। আগেরবার তিনি পরেছিলেন ইলি সাবের নকশা করা শরবত রঙা বলগাউন। এটি খড়ের গাদার মতো দেখতে বলে হাসাহাসি হয়েছিলো।

বাংলাদেশ সময়:১৭৪০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
জেএইচ

** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি
** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
** 
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া
**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ