ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

মল্লিকার উড়ন্ত চুম্বন

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
মল্লিকার উড়ন্ত চুম্বন

কান (ফ্রান্স) থেকে: চকচক করছিলেন মল্লিকা শেরাওয়াত! কান উৎসবের চতুর্থ দিনে তার জ্বলজ্বলে উপস্থিতি যেন লালগালিচার জৌলুস আরও বাড়িয়ে দিলো।

 এখানে পা রেখেই দর্শকদের দিকে চুম্বন উড়িয়ে দিলেন তিনি।

তখন হর্ষধ্বনি শোনা গেলো প্রেস রুমের ব্যালকনিতে বসে।

লেবানিজ ফ্যাশন ডিজাইনার জিওর্জেস হোবেইকার ডিজাইন করা রূপালি গাউন পরে লালগালিচায় হাজির হন বলিউডের জনপ্রিয় ও ‘সেক্স সিম্বল’ মল্লিকা। অলংকার বেছে নিয়েছেন ডি গ্রিসোগোনো থেকে।

গত ১৪ মে সন্ধ্যায় স্টিভেন স্পিলবার্গের 'দ্য বিএফজি'র প্রদর্শনী দেখেছেন তিনি।

গত ১১ মে উৎসবটির ৬৯তম আসরের উদ্বোধনী দিনেও লালগালিচায় ভারতীয় সৌন্দর্য নিয়ে হাজির হয়েছিলেন মল্লিকা। এদিনও তিনি বেছে নেন একই ডিজাইনারের গাউন। এ বছর পোশাক বাছাইয়ের দিক দিয়ে সমালোচকদের মুগ্ধ করতে পেরেছেন তিনি।

এ নিয়ে সপ্তমবারের মতো কান উৎসবের লালগালিচায় হাঁটলেন মল্লিকা। এবার এসেছেন নিজের অভিনীত  'টাইম রেইডার্স' নামের নতুন একটি ছবির প্রচারমূলক কাজে। হলিউডের এই ছবিটি পরিচালনা করেছেন ড্যানিয়েল লি।  

**সোনমের পোশাক নিয়ে হাসাহাসি

** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি
** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
** 
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...

**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া
**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ১৬, ২০১৬
জেএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ