ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

সোনমের ঝুমকায় কুপোকাত!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মে ২০, ২০১৬
সোনমের ঝুমকায় কুপোকাত!

কান (ফ্রান্স) থেকে: এইডস প্রতিরোধে তহবিল সংগ্রহের জাঁকালো অনুষ্ঠান আমফার গালায় অংশ নিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এখানে তার ঝুমকা দৃষ্টি কেড়েছে অতিথিদের।

কান উৎসবের নবম দিন বৃহস্পতিবার (১৯ মে) দক্ষিণ ফ্রান্সের শহরটির বিলাসবহুল পাঁচতারকা হোটেল দ্যু ক্যাপ-ইডেন-রোকে ছিলো বৃহৎ দাতব্যসেবার এই আড়ম্বরপূর্ণ আয়োজন। প্রতি বছর কান উৎসব চলাকালে আমেরিকান ফাউন্ডেশন ফর এইডস রিসার্চের (অ্যামফার) উদ্যোগে এই বিশেষ নিলাম অনুষ্ঠান হয়ে থাকে। এবার ছিলো এর ২৩তম আসর।

এবারই প্রথম আমফার গালায় দেখা গেলো সোনমকে। সাধারণ এ আয়োজনে ভারতীয়দের মধ্যে ঐশ্বরিয়া রাই বচ্চন নিয়মিত অংশ নেন। কিন্তু এবার তার ব্যস্ততা থাকায় সোনমকে যুক্ত করেছে লরিয়াল প্যারিস। দু'জনই এই সৌন্দর্য প্রসাধনী প্রতিষ্ঠানের দূতিয়ালি করেন। অনুষ্ঠানে আলাদাভাবে নজর কেড়েছেন সোনম। তিনি পরেছিলেন ক্রিম রঙের ওপর সোনালি এমব্রয়ডারির কাজ করা হাতাকাটা গাউন। এটি ডিজাইন করেছে ব্রিটেনের রালফ অ্যান্ড রুশো। তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কল্যাণ জুয়েলার্সের অলঙ্কার। ৩০ বছর বয়সী এই তারকার ঝুমকাতেই কুপোকাত হয়েছে অনেকে!

‘এইডসের বিরুদ্ধে চলচ্চিত্র’ শীর্ষক এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকেন রূপসীরা। উমা থারম্যান, ক্রিস্টেন ডান্সট, কেটি পেরি, প্যারিস হিলটন, হেইডি ক্লুম, কার্লি ক্লস, ইরিনা শায়েক, এলে ফ্যানিং, হেলেন মিরেনসহ হলিউডের অনেককে দেখা গেছে এখানে। ছিলেন অস্কারজয়ী লিওনার্ডো ডিক্যাপ্রিও, কেভিন স্পেসি, ফেই ডুনাওয়ে। সোনমের পাশাপাশি মহতি এই উদ্যোগে অংশ নিয়েছেন আরেক বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।  

এ নিয়ে ষষ্ঠবার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন সোনম। গত ১৫ ও ১৬ মে লালগালিচায় পা মাড়িয়েছেন তিনি। প্রথম দিন রালফ অ্যান্ড রুশোর ডিজাইন করা সাদা গাউন আর পরদিন একই প্রতিষ্ঠানের আরেকটি সাদা পোশাক পরে হাজির হন। ১৬ মে চপার্ডের পার্টিতে কাঁধখোলা কালো গাউনে নজর কাড়েন তিনি। বৃহস্পতিবার শহর ঘুরে বেড়াতে আতসু সেকোসের ডিজাইন করা পোশাক পরে বের হন অনিল কাপুরের মেয়ে।

ফ্রান্স সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ২০, ২০১৬
জেএইচ

** সমালোচক পুরস্কার জিতলো ধর্মীয় ছবি
** কড়া নিরাপত্তার মাঝে ছবি দেখা
** নিজের মৃত্যুর আগাম ঘোষণা!
** ফিরে এলেন দারদেন ভাইরা
** ফিরে এলেন দারদেন ভাইরা
** প্রতিবাদের মঞ্চ হয়ে উঠলো লালগালিচা
**ইরানি সৌন্দর্য নিয়ে এলেন গোলশিফতেহ
**প্রশংসিত বাংলাদেশের অ এবং আ!
**মা-মেয়ে, বাবা ও আফগান যুদ্ধ
**এটা অনেকটা স্বপ্নের মতো: তৌকীর আহমেদ
**সোনালি-রূপালি ক্রিস্টেনকে দেখে...
**ছক্কা হাঁকানোর দিনে!

**কান হয়ে উঠলো বাংলাদেশময়
**মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
**রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

**চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
**মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

**কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
**আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

**জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
**তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
**জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
**এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
**ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
**কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ