ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

মল্লিকার ম্যাডস সেলফি!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ২০, ২০১৬
মল্লিকার ম্যাডস সেলফি!

কান (ফ্রান্স) থেকে: বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত গত কয়েকদিন ধরে অংশ নিচ্ছেন ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বিভিন্ন আয়োজনে। এক ফাঁকে হলিউড তারকা ম্যাডস মিকেলসনের সঙ্গে সেলফিও তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মে) মল্লিকা অংশ নেন এইডস প্রতিরোধে তহবিল সংগ্রহের জাঁকালো অনুষ্ঠান আমফার গালায়। এখানে ছিলেন ম্যাডসও।

জেমস বন্ড সিরিজের ‘ক্যাসিনো রয়েল’ ছবির এই তারকা এবারের আসরের প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্যানেলে আছেন। দক্ষিণ ফ্রান্সের শহরটির বিলাসবহুল পাঁচতারকা হোটেল দ্যু ক্যাপ-ইডেন-রোকে বৃহৎ দাতব্যসেবার এই আড়ম্বরপূর্ণ আয়োজনে চকচকে বেগুণি রঙা গাউনে নজর কেড়েছেন মল্লিকা।   এটি ডিজাইন করেছেন জিওর্জেস হোবেইকা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মল্লিকা সেলফি শেয়ার করে লিখেছেন, 'আমার প্রিয় অভিনেতাদের একজন, ম্যাডস মিকেলসেন। '

আমফার গালায় যাওয়ার আগের দিন ইউনিসেফের নৈশভোজ অনুষ্ঠানে অংশ নেন মল্লিকা। এজন্য তিনি পরেছিলেন অ্যালেক্সিস ম্যাবিলের গাউন।
কানে এবার মল্লিকা এসেছেন তার আগামী ছবি 'টাইম রেইডার্স'-এর প্রচারে। হংকংয়ের ড্যানিয়েল লি পরিচালিত ছবিটি দেখানো হয়েছে এখানে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ২০, ২০১৬
জেএইচ/

** সোনমের ঝুমকায় কুপোকাত!
** সমালোচক পুরস্কার জিতলো ধর্মীয় ছবি
** কড়া নিরাপত্তার মাঝে ছবি দেখা
** নিজের মৃত্যুর আগাম ঘোষণা!
** ফিরে এলেন দারদেন ভাইরা
** ফিরে এলেন দারদেন ভাইরা
** প্রতিবাদের মঞ্চ হয়ে উঠলো লালগালিচা
**ইরানি সৌন্দর্য নিয়ে এলেন গোলশিফতেহ
**প্রশংসিত বাংলাদেশের অ এবং আ!
**মা-মেয়ে, বাবা ও আফগান যুদ্ধ
**এটা অনেকটা স্বপ্নের মতো: তৌকীর আহমেদ
**সোনালি-রূপালি ক্রিস্টেনকে দেখে...
**ছক্কা হাঁকানোর দিনে!

**কান হয়ে উঠলো বাংলাদেশময়
**মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
**রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

**চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
**মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

**কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
**আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

**জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
**তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
**জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
**এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
**ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
**কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ