ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

শেষ মঞ্চ প্রস্তুত

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, মে ২২, ২০১৬
শেষ মঞ্চ প্রস্তুত

কান (ফ্রান্স) থেকে: কান চলচ্চিত্র উৎসবের মূলকেন্দ্র প্যালে ডি ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে রোববার (২২ মে) অনুষ্ঠিত হবে ৬৯তম আসরের সমাপনী। সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) শুরু হবে আনুষ্ঠানিকতা।

উদ্বোধনী অনুষ্ঠানের মতো এটিও উপস্থাপনা করবেন ফরাসি অভিনেতা লঁরা লঁফে।
 
গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠান দেখার জন্য ইনভাইটেশন প্রয়োজন। আয়োজকদের দেওয়া ব্যাজ বা পরিচয়পত্র পাওয়া সাংবাদিকরা আমন্ত্রণপত্র না পেলেও পাশেই সাল দুবুসিতে পর্দায় অনুষ্ঠানটি উপভোগের সুযোগ পাবেন।

সমাপনী আয়োজনের জন্য রোববার গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে কোনো ছবির প্রদর্শনী রাখা হয়নি। অনুষ্ঠানটির আগে বিকেল থেকে লালগালিচায় পা মাড়াবেন তারকারা।
 
স্বর্ণপাম ও অন্যান্য বিজয়ীর নাম ঘোষণা করা হবে প্রতিযোগিতা বিভাগের ৯ জন বিচারকের উপস্থিতিতে। অন্যরা হলেন ক্রিস্টেন ডান্সট, ভ্যালেরিয়া গোলিনো, ভ্যানেসা প্যারাডিস, কাতাইয়ু শাহাবি, আনাউ দিপলিশা, ম্যাডস মিকেলসেন, লাসলো নেমেস ও ডোনাল্ড সাদারল্যান্ড। তারা মঞ্চে আসবেন একে একে। পুরস্কার দেওয়ার পর গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরেই দেখানো হবে স্বর্ণপাম জয়ী ছবি।
 
রাত সাড়ে ৮টায় বিচারকরা চলে আসবেন সংবাদ সম্মেলনে। অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার মধ্যেই জানা যাবে চূড়ান্ত বিজয়ী তালিকা। বিচারকদের সংবাদ সম্মেলন শেষে রাত সোয়া ৯টা থেকে একে একে সাংবাদিকদের সামনে হাজির হবেন বিজয়ীরা।
 
এদিকে রোববার দিনভর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত সাংবাদিকদের দেখানো হবে গত ১১ দিনে প্রদর্শিত প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ২১টি ছবি। সাল দুবুসিতে সকাল ৯টায় জিম জারমাশের ‘প্যাটারসন’, সকাল সোয়া ১১টায় কেন লোচের ‘আই, ড্যানিয়েল ব্লেক’ ও দুপুর দেড়টায় থাকছে মারেন আদের ‘টনি আর্ডম্যান’।
 
সাল দ্যু সসানতিয়েমে সকাল ৯টায় ব্রুনো দুমের ‘স্ল্যাক বে’, সকাল সাড়ে ১১টায় আন্ড্রিয়া আর্নল্ডের ‘আমেরিকান হানি’, দুপুর আড়াইটায় নিকোল গার্সিয়ার ‘ফ্রম দ্য ল্যান্ড অব দ্য মুন’, বিকেল পাঁচটায় অলিভিয়ে অ্যাসাইয়াসের ‘পার্সোনাল শপার’ এবং সন্ধ্যা সোয়া ৭টায় রয়েছে শন পেনের ‘দ্য লাস্ট ফেস’।
 
সাল বুনুয়েলে সকাল ৯টায় ক্লেবার মেনডোঙ্কা ফিলোর ‘অ্যাকুয়ারিয়াস’, দুপুর পৌনে ১২টায় ব্রিলান্তে মেনদোজার ‘মা, রোজা’, দুপুর ২টায় আলা জিরাডির ‘স্টেইং ভার্টিক্যাল’, বিকেল ৪টায় পেদ্রো আলমোদোভারের ‘জুলিয়েটা’, সন্ধ্যা ৬টায় জাভিয়ে দোলানের ‘ইটস অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’, রাত ৮টায় পল ভারহোভেনের ‘এল’ এবং রাত সাড়ে ১০টায় থাকবে আসগর ফারহাদির ‘দ্য সেলসম্যান’।
 
সাল বাজিনে সকাল ৯টায় ক্রিস্টি পুইউর ‘সিয়েরা নেভাদা’, দুপুর সোয়া ১২টায় পার্ক চ্যান-উ’র ‘দ্য হ্যান্ডমেইডেন’, বিকেল ৩টায় ক্রিস্টিয়ান মুনজিউর ‘গ্রাজুয়েশন’, বিকেল সাড়ে ৫টায় নিকোলাস উইন্ডিং রেফনের ‘দ্য নিয়ন ডেমন’, রাত ৮টায় জ্যঁ-পিয়ের দারদেন ও লুক দারদেনের ‘দ্য আননৌন গার্ল’ এবং রাত সোয়া দশটায় থাকছে জেফ নিকোলসের ‘লাভিং’।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, মে ২২, ২০১৬
জেএইচ/আইএ

** শেষবেলায় মেল গিবসনের অ্যাকশন
** জিতে গেলো সাদাকালো যুগের প্রেম
** ফিপরেস্কি জিতে স্বর্ণপামের সম্ভাবনা
** আসগর ফারহাদির ইরান ও কানে ফেরা
** লালগালিচায় তোলা ছবির দাম

** ইনভাইটেশন দিলে কোলাকুলি ফ্রি!
** মেয়রের মধ্যাহ্নভোজে দেড় ঘণ্টা
** ছক্কা হাঁকানোর দিনে!
***কান হয়ে উঠলো বাংলাদেশময়
** মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ