ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

লালগালিচা লালে লাল!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মে ২২, ২০১৬
লালগালিচা লালে লাল! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

কান (ফ্রান্স) থেকে: কান উৎসবের সবচেয়ে বড় জৌলুস হলো রেড কার্পেট বা লালগালিচা। গত ১১ মে উদ্বোধনী দিন থেকে শুরু করে ১১ দিনই তামাম দুনিয়ার নামি-দামি তারকাদের পা পড়েছে এখানে।

রোববার (২২ মে) সমাপনী দিনেও তারা পা মাড়াবেন লালগালিচায়।

বিশ্বের সামনের সারির তারকাদেরকে একই সময়ে এতো কাছে পাওয়ার এটাই তীর্থস্থান। তাই তাদের ছবি তোলার পেছনে কয়েক ঘণ্টা ব্যস্ত সময় কাটান দু'পাশে সার বেঁধে দাঁড়িয়ে থাকা বিভিন্ন দেশের আলোকচিত্রীরা।

তারকারা লালগালিচায় পা রাখতেই অপেক্ষমাণ আলোকচিত্রীদের ক্যামেরার শাটার পড়ে একের পর এক। তারাও ঘুরেফিরে সময় দেন। একবার এ-পাশে। এরপর অন্য পাশে। কোনো কোনো তারকা গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ওঠার সিঁড়িতে দাঁড়িয়েও পোজ দেন।

গত আসরের মতো এবারও উদ্বোধনী দিন থেকে দেখলাম লালগালিচায় পায়চারির জন্য চকচকে নামি ব্র্যান্ডের গাড়ি থেকে তারকারা নামলেই সড়কের পাশে ব্যারিকেড ধরে দাঁড়িয়ে থাকা উৎসুক মানুষজন হৈচৈ জুড়ে দেন। প্রিয় তারকার নাম ধরে ডাকতে থাকেন।

তারকাদের একনজর দেখার আশায় রোদ মাথায় নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকেন আমজনতা। তাদের ডাকে তারকারা এলে অটোগ্রাফ আর সেলফি তুলতে হামলে পড়েন সবাই।


প্রতিবারের মতো এবারও ২২ গজের লাল রঙা কার্পেটটি দিনে তিনবার পরিবর্তন করা হয়েছে।   এখানে বাহারি পোশাক পরে হাজির হয়েছেন অভিনেত্রী, মডেল, গায়িকারা। তাদের মধ্যে লাল পোশাক পরে আসা তারকারা আলাদাভাবে নজর কেড়েছেন। তাদের পোশাকে লালগালিচা হয়ে উঠেছিলো লালে লাল!

বাংলাদেশ সময় : ১৩০৭ ঘণ্টা, মে ২২, ২০১৬
জেএইচ/
**কার ভাগ্যে স্বর্ণপাম?

** শেষ মঞ্চ প্রস্তুত
** শেষবেলায় মেল গিবসনের অ্যাকশন
** জিতে গেলো সাদাকালো যুগের প্রেম
** ফিপরেস্কি জিতে স্বর্ণপামের সম্ভাবনা
** আসগর ফারহাদির ইরান ও কানে ফেরা
** লালগালিচায় তোলা ছবির দাম

** ইনভাইটেশন দিলে কোলাকুলি ফ্রি!
** মেয়রের মধ্যাহ্নভোজে দেড় ঘণ্টা
** ছক্কা হাঁকানোর দিনে!
***কান হয়ে উঠলো বাংলাদেশময়
** মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ