ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

ব্রিটিশদের হাতে স্বর্ণপাম

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, মে ২৩, ২০১৬
ব্রিটিশদের হাতে স্বর্ণপাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে : কান উৎসব নিয়ে ভবিষ্যদ্বাণী করা কেনো বোকামি তা প্রমাণ হয়ে গেলো আবার। কারণ সমালোচক-দর্শক কে কি বললো আর মনে করলো নিজেদের কানকে সেই হিসাব-নিকাশের বাইরে রাখেন এই আয়োজনের বিচারকরা।

 

তাই ফেভারিট ভাবা না হলেও কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে স্বর্ণপাম (পাম দ’র) জিতলো বর্ষিয়ান ব্রিটিশ পরিচালক কেন লোচের ‘আই, ড্যানিয়েল ব্লেক’। ব্রিটেনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাই এর বিষয়বস্তু।  

রোববার (২২ মে) সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হয়ে রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা) অবধি গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়েছে।  

এখানে কেন লোচের হাতে পুরস্কার তুলে দেন হলিউড তারকা মেল গিবসন। ‘ম্যাড ম্যাক্স’ দিয়ে যার উত্থান, সেই ছবির পরিচালক জর্জ মিলার ছিলেন এবারের প্রতিযোগিতা বিভাগের সভাপতি।  

এ নিয়ে দ্বিতীয়বার স্বর্ণপাম জিতলেন কেন লোচ। কানের ইতিহাসে এর আগে মাত্র আটজন পরিচালক দু’বার করে স্বর্ণপাম জিতেছেন। তাদের সঙ্গে এবার যুক্ত হলো ৭৯ বছর বয়সী এই নির্মাতার নাম। ২০০৬ সালে কানে কেন লোচের ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি’ স্বর্ণপাম জেতে।  

ইরানি ছবি ‘দ্য সেলসম্যান’ পেয়েছে দুটি পুরস্কার। এতে দুর্দান্ত অভিনয়ের জন্য সবাইকে চমকে দিয়ে সেরা অভিনেতা হয়েছেন শাহাব হোসেইনি। আর সেরা চিত্রনাট্যের পুরস্কার উঠেছে ছবিটির পরিচালক আসগর ফারহাদির হাতে।  
 
‘ইটস অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ ছবির জন্য কানাডিয়ান তরুণ নির্মাতা জাভিয়ে দোলান জিতেছেন দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রিঁ। দুই বছর আগে তার ‘মমি’ জুরি প্রাইজ পেয়েছিলো। এবারের জুরি প্রাইজ গেছে মার্কিন মুলুকে। ‘আমেরিকান হানি’র জন্য এটি পেলেন যুক্তরাজ্যের পরিচালক আন্ড্রিয়া আর্নল্ড।  

সেরা পরিচালক হয়েছেন দু’জন। ফ্রান্সের অলিভিয়ে অ্যাসাইয়াস তার ‘পার্সোনাল শপার’ এবং রোমানিয়ার ক্রিস্টিউন মুনজিউ পুরস্কারটি জিতেছেন ‘গ্রাজুয়েশন’ ছবির জন্য। ফিলিপাইনের ছবি ‘মা, রোজা’য় নাম ভূমিকায় দারুণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হলেন জ্যাকলিন জোস। সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি হয়েছে স্প্যানিশ ছবি ‘টাইমকোড’।

অনুষ্ঠানে সম্মানসূচক পাম দ'র পেয়েছেন ফ্রেঞ্চ নিউ ওয়েভের অন্যতম জনপ্রিয় মুখ ফরাসি অভিনেতা জ্যঁ-পিয়ের লিউ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফরাসি অভিনেতা লঁরা লঁফে। সবশেষে ‘আই, ড্যানিয়েল ব্লেক’ দেখানো হয়।  

লালগালিচায় হেঁটে সুবিশাল লুমিয়ের থিয়েটারে বসে সমাপনী অনুষ্ঠান দেখার জন্য আয়োজকদের প্রেস অফিস বাংলানিউজের প্রতিনিধি হিসেবে আমাকে আমন্ত্রণপত্র দিয়েছেন দুপুরে। তাই দক্ষিণ ফরাসি উপকূলে আমন্ত্রিত অতিথিদের মতো আমিও লালগালিচায় পা মাড়িয়ে স্বর্ণপাম জয়ের সাক্ষী হয়ে রইলাম সরাসরি।

আসরের সবচেয়ে বড় চমক ছিলো সমালোচক ও দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ানো মারেন আদ পরিচালিত ‘টনি আর্ডম্যান’-এর শূন্য হাতে ফেরা। জর্জ মিলারের নেতৃত্বে বিচারকরা যে চমক জমা রেখেছেন তা নিচের তালিকা দেখলেই বোঝা যায়।

একনজরে কান পুরস্কার ২০১৬

স্বর্ণপাম (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র) : আই, ড্যানিয়েল ব্লেক (কেন লোচ, যুক্তরাজ্য)

গ্র্যাঁ প্রিঁ : ইটস অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড (জাভিয়ে দোলান; কানাডা-ফ্রান্স)

জুরি প্রাইজ : আমেরিকান হানি (আন্ড্রিয়া আর্নল্ড, যুক্তরাষ্ট্র)

সেরা অভিনেতা : শাহাব হোসেইনি (দ্য সেলসম্যান, ইরান)

সেরা অভিনেত্রী : জ্যাকলিন জোস (মা, রোজা, ফিলিপাইন)

সেরা পরিচালক (যৌথভাবে) : ক্রিস্টিয়ান মুনজিউ (গ্রাজুয়েশন, রোমানিয়া), অলিভিয়ে অ্যাসাইয়াস (পার্সোনাল শপার, ফ্রান্স)

সেরা চিত্রনাট্যকার : আসগর ফারহাদি (দ্য সেলসম্যান, ইরান)

ক্যামেরা দ’র : হুদা বেনিয়ামিনা (ডিভাইনস, মরক্কো)

স্বর্ণপাম (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) : টাইমকোড (হুয়ানজো গিমেনেজ, স্পেন)

স্পেশাল মেনশন (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) : দ্য গার্ল হু ড্যান্সড উইথ দ্য ডেভিল (হোয়াও পাউলো মিরান্ডা মারিয়া, ব্রাজিল)

ভালকান অ্যাওয়ার্ড অব দ্য টেকনিক্যাল আর্টিস্ট : সিওঙ-হিয়ে রিউ (দ্য হ্যান্ডমেইডেন)

সম্মানসূচক স্বর্ণপাম : জ্যঁ-পিয়ের লিউ (ফ্রান্স)

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, মে ২৩, ২০১৬
জেএইচ/পিসি/

** যেভাবে বানায় স্বর্ণপাম
** 'দেখা হবে আগামী বছর'
** লালগালিচা লালে লাল!
**কার ভাগ্যে স্বর্ণপাম?

** শেষ মঞ্চ প্রস্তুত
** শেষবেলায় মেল গিবসনের অ্যাকশন
** জিতে গেলো সাদাকালো যুগের প্রেম
** ফিপরেস্কি জিতে স্বর্ণপামের সম্ভাবনা
** আসগর ফারহাদির ইরান ও কানে ফেরা
** লালগালিচায় তোলা ছবির দাম

** ইনভাইটেশন দিলে কোলাকুলি ফ্রি!
** মেয়রের মধ্যাহ্নভোজে দেড় ঘণ্টা
** ছক্কা হাঁকানোর দিনে!
***কান হয়ে উঠলো বাংলাদেশময়
** মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ